চলার পথে পথে আমাকে ঘিরে থাকে
আলো ও আঁধারের দারুণ ভয়
যেখানে যেতে চাই, রাস্তা চিনে চিনে
সেখানে পৌঁছুতে পারব তো
চলার পথে পথে চপল সূর্যের
হঠাৎ ডুবে যাওয়া, ফের উদয়
যেখানে যেতে চাই, কোথায় যেতে চাই
এমন প্রশ্নও সঙ্গত
হে পথ হে স্বদেশ এভাবে আর নয়
এবার খুলে দাও উৎসদ্বার
তোমাকে ছিঁড়ে খুঁড়ে দেখতে চাই আমি
তোমার মাটি জল মেঘমালা
এবার এসো প্রিয় ভীষণ ঝঞ্ঝায়
আমূল কাঁপে যাক আলো আঁধার
আমাকে ছিঁড়ে খুঁড়ে তুমিও দেখে নাও
আমার আগ্নেয় ডালপালা
'রাত্রিজল ছুঁয়ে জেগে আছি', প্রকাশকাল : জানুয়ারি ১৯৯০
No comments:
Post a Comment