নদীর জলে হাত রাখলাম
আমার শরীরে উঠে এল
নদী
অরণ্যের পথে পা রাখলাম
আমার শরীরে উঠে এল
অরণ্য
উঠে এল কিছু স্মৃতি :
বাদামের খোসার মতো ভেসে যাওয়া
মানুষের লাশ
শূন্য ঠোঙার মতো পড়ে থাকা
মানুষের লাশ
আমি হাঁটছি
আমার শিরায় শিরায় নদী, তার
ফুলে ফুলে ওঠা –
আমি হাঁটছি
আমার শিরায় শিরায় অরণ্য, তার
আদিম হিংস্রতা
আমি হাঁটছি
আমি হাঁটছি
'তোমার মারের পালা শেষ হলে', প্রকাশকাল : মে ১৯৮০
তোমার লেখাগুলি ভেতর অবদি নাড়িয়ে দেয়, বিপুল,
ReplyDeleteদূরের নক্ষত্র তুমি, তবু তার আলো
ReplyDeleteআঁধারের এই দেশে আমাকে সাজালো...