নদীতে থাকে না নদী, পাহাড়ে পাহাড়
জলের ভূগোল সরে যায়, মাটির ভূগোল সরে যায়
চারপাশে তোমার আমার
নদীর মাছেরা সব জানে
এক স্রোতে ডিম রেখে অনায়াসে ভেসে যায়
অন্য স্রোতে অন্য কোনখানে
রাজা বা রাজত্ব বলে কোন শব্দ নেই প্রকৃতির
পায়ের নিচের মাটি সতত অস্থির
পাহাড়ি পাখিরা সব জানে
এক গাছে বাসা ফেলে অনায়াসে চলে যায়
অন্য গাছে অন্য কোনখানে
নদীতে থাকে না নদী, পাহাড়ে পাহাড়
জলের ভূগোল সরে যায়, মাটির ভূগোল সরে যায়
চারপাশে তোমার আমার
'আমি দেখছি', প্রকাশকাল : মার্চ ১৯৮২
No comments:
Post a Comment