নদীতে
মেয়েটির চোখের জল
আর, নদী
মেয়েটির চোখের জলে
মেয়েটি কাঁদছিল –
নদীকে
তার ঘর-বন্দী জীবনের কথা বলছিল সে
নদীটিও কাঁদছিল –
মেয়েটির দু-হাঁটু জড়িয়ে
সে বলছিল তার ভাসতে থাকা জীবনের কথা
নদীতে
মেয়েটির চোখের জল
আর, নদী
মেয়েটির চোখের জলে
'তোর মুখ দেখতে চাই', প্রকাশকাল : জুন ১৯৮৮
No comments:
Post a Comment