কান্নায় ভাঙতে থাকে নদী
তাকে ঘিরে, হলুদ সবুজে আঁকা বিচিত্র জ্যামিতি জুড়ে
শুনশান শব্দ তোলে অস্থির বাতাস
রক্তের ফোঁটার মতো ঝরতে থাকে পলাশ শিমুল
সৌন্দর্য রচিত হয়
অন্য কিছু রচিত হবার কথা ছিল ?
এই জিজ্ঞাসায়, রাত্রির আকাশে জাগে সপ্তর্ষিমন্ডল
'দুঃখের আঁধার রাতে, প্রিয়', প্রকাশকাল : জানুয়ারি ১৯৮৭
No comments:
Post a Comment